সাকিল ইসলাম, নীলফামারী।
নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে সৈয়দপুর শহরের দরিদ্র ৫১নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
বার্ষিক উন্নয়ন কর্মসুচী’র(এডিপি) আওতায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয় রবিবার দুপুরে।
জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এ সময় সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ইসরাত জাহান পল্লবী ও প্রকৌশলী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। ইসরাত জাহান পল্লবী জানান, তিন লাখ টাকা ব্যয়ে এসব সেলাই মেশিন কেনা হয়েছে। সৈয়দপুর পৌরসভা এলাকার জন্য এসব বরাদ্দ ছিলো।