নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীলফামারী জেলা ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে এ্যাড. আবু মোঃ সোয়েম কে সভাপতি ও আসাদুজ্জামান খান রিনো কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (১লা মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবায়ক এ্যাড. খন্দকার মাহবুব হোসেন ও সদস্য সচিব ফজলুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের উপদেষ্টা মণ্ডলী করে ২১ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আল মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গোলাম মোস্তফা সজীব, অর্থ সম্পাদক এ্যাড. আজিম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রব্বানী রাইয়ান, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সহ আরো অনেকে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো জানান, গেল বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ আইনজীবী ফোরামের নীলফামারী জেলা ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের প্রেক্ষিতে নীলফামারীর কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।