সাকিল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি।
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত যুবকের নাম নয়ন রায়, সে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের মাধব চন্দ্র রায়ের ছেলে। সে নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র। এবং আহত সোহেল রানা পুর্ব কুখাপাড়ার জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে বেপরোয়া গতিতে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, অটোবাইকটিকে আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।