নীলফামারীতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, আমার চোখে আগামীর নীলফামারী” এই প্রতিপাদ্যে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩ই জুন সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত নীলফামারী সদর উপজেলার কৃষি অফিসের হলরুমে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, আমার চোখে আগামীর নীলফামারী” এই প্রতিপাদ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার। প্রধান আলোচক ছিলেন দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সুযোগ্য সভাপতি প্রকৌঃ এস.এম. সফিকুল আলম (ডাবলু), সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে এমএসডিএফ বাংলাদেশ এর সভাপতি মারুফ খান, দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক বৈশাখী, সত্য চন্দ্র রায়, ইমরান খান প্রমুখ সহ যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে অতিথি বৃন্দ জ্যামিতি বক্স তুলে দেন।