সাকিল ইসলাম, নীলফামারী।
নীলফামারীর সোনারায় ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারী নতুন রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর বাস্তবায়নে বুধবার (০৯ মার্চ) বেলা ১১ ঘটিকায় অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩। যার চুক্তি মূল্যে ৮৪,৮২,৬৪৯/- সোনারায় ইউপি মান্নু চেয়ারম্যানের বাড়ীর মোড় হতে ময়েন মাস্টারের বাড়ী ভায়া পুটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে চেইনেজ ০০ মিঃ হতে ১০০০ মিঃ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নতুন রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভার উদ্বোধন করেন নীলফামারী-০২ (নীলফামারী) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এমপি বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল রোল মডেলে পৌঁছে গেছে। আওয়ামী সরকার ২০৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ থেকে প্রথম সারির দেশে পরিনত হবে।আমরা সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করি।আজ সব ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অবদান।আগামীতে গ্রাম অঞ্চলের কোন মানুষ কে দূর্ভোগে পরতে হবে না।গ্রাম শহরে পরিনত হবে।মানুষের আয় বেড়েছে সবকিছু ডিজিটাল সিস্টেমের আওতায় আসতেছে।শিক্ষার হার বেড়েছে, মাথা পিছু আয় বেড়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ইটাখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।
জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ভাই নীলফামারীর উন্নয়নে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে।