আব্দুল মোমিনঃ
মাদকের হাতছানি সারা দেশে, নীলফামারীতেও এর ব্যতিক্রম নয়। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে মাদক। তার বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনা। সর্বনাশা মাদক ধ্বংস করে একটি মানুষের শরীর, মন, জ্ঞানবিবেক ও তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা তার পরিবারের সব স্বপ্নকে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎকে।
নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড়ে শাহ পাড়ার একটি বাড়িতে গাঁজা সহ হাতেনাতে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৩ মার্চ) নীলফামারী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ এনামুল হক এবং উপ পরিদর্শক মোঃ জায়েদ আল জাফরীর নেতৃত্বে সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড়ে শাহ পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোঃ রায়হান (৩৫) পিতাঃ মোঃ মজিবুর রহমানকে ৪ পুরিয়া (৪০ গ্রাম) গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন।
এ সময় অভিযুক্ত মোঃ রায়হানকে নীলফামারী সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।