নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন নীলফামারী জেলা মহিলা দল।
সোমবার দুপুরে নীলফামারী জেলা বিএনপির নিকটস্থ পৌর মার্কেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জান জুয়েল, জেলা কৃষক দলের আহবায়ক মগনি মাসুদুল আলম দুলাল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ।
সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসরিন আক্তারের সঞ্চালনায় বিভিন্ন উপজেলার নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, বেগম জিয়ার নি:শর্ত মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠ নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।