এন.এম হামিদী নীলফামারীঃ নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা শম্ভু ও তার স্ত্রীসহ ছোট ছেলে সুভাষ রায়ের উপর নির্যাতন করে বড় ছেলে অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সদস্য চিত্তরঞ্জন রায় মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার চেক কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের চকদুবলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা শম্ভুর উপর এ অমানুষিক নির্যাতন চালায় তার বড় ছেলে চিত্তরঞ্জন।
চিত্তরঞ্জন শ্বশুরবাড়িতে থাকায় তার স্ত্রীর কু-বুদ্ধিতে তার বাবার উপর অমানুষিক নির্যাতন করে বীর মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার চেক পাচঁ মাস আগে কেরে নিয়েছে বলে জানা যায়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা বারবার তার ছেলেকে চেক দেয়ার কথা বললেও চেক না দিয়ে উল্টো আরো নির্যাতন করে।
ছোট ছেলে সুভাষ বৃদ্ধ বাবা মাকে দীর্ঘদিন থেকে ভরণ পোষণ করায় এবং বড় ছেলে চিত্তরঞ্জনের এরকম অমানুষিক কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা বাবা ও মা দুজনে ছোট ছেলে সুভাষকে ভালোবাসে আশির্বাদ করে মোট ৪৭ শতক জমি লিখে দেয়। এতে বড় ছেলে আরো রাগান্বিত হয়ে বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ বাবার গলায় ছোড়া চালাতে চেষ্টা করলে বৃদ্ধ মা এগিয়ে এলে তাকেও মারপিট করে। এসময় কাকি বাধা দিতে গেলে সেও মারধরের শিকার হয়।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা পিতা, মাতা ও এলাকার সচেতন মহল অবসর প্রাপ্ত সেনা সদস্য চিত্তরঞ্জনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।