নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ২১শে জানুয়ারি দিনব্যাপী ১০ম বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) দিনব্যাপী নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, রংপুর এর আয়োজনে ও নীলফামারী জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুর বিভাগে কর্মরত সরকারি কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে ৩৪টি ইভেন্টে ১০ম বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম জেলা দল ও রানার আপ হয়েছে নীলফামারী জেলা দল।
উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) মুঃ মোহসিন চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুর রহমান। এছাড়াও এসময় রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম।