শুক্রবার (১৭ মার্চ) সকালে সূর্যদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সুচনা হয়। এরপর সকালে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ও বিচার বিভাগের পক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল করিম।
এরপর সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক সহ আওয়ামী লীগের সকল সকল অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে।পুষ্পমাল্য অর্পন শেষে দিনটি উপলক্ষে পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ সকলের মাঝে মিষ্টান্ন বিতরণ করেন।
এছাড়া দিনটি উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বয়শভিত্তিক ক্যাটাগরিতে শিশুদের নিয়ে কেক কাটা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডা. মোঃ হাসিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, নীলফামারী পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, আমজাদ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া দিনটি উপলক্ষে জেলায় সরকারি বেসরকারি ভাবে নানা কর্মসূচি পালিত হচ্ছে।