নাসির উদ্দিন শাহ্ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ছয় জন শারিরীক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রয়ারী) দুপুরে সংগঠনের শহিদ আলী হোসেন সড়কের কার্যালয়ে নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতি এই চেয়ার বিতরণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
এসময় পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শামসুল হক। এসময় উপস্থিত ছিলেন জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, এ আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ ও পৌর হাজী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহান জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এইচ এম মাঈন উদ্দিন আহমেদ এর সহযোগীতায় এসব হুইল চেয়ার প্রদান করা হয়েছে।