নীলফামারীতে পানিবাহী ট্রাক্টর উল্টে আল-আমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর হাট বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই ইউনিয়নের ডাঙ্গা পাড়া এলাকার মোকাদ্দেসুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে রাস্তার পাশে আল আমিনসহ আরও কয়েকজন শিশু খেলা করছিল। এসময় রাস্তা সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ৫ হাজার লিটার পানির ট্যাংকি নিয়ে ট্রাক্টর ট্রলি যাওয়ার সময় উল্টে শিশুদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে ট্রলির চাপায় শিশু আল আমিন মারা যায়। ট্যাংকির আঘাতে অপর এক শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুক্তারুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।