মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ
মাহে রমজানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২রা এপ্রিল) বিকাল ৫ ঘটিকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি , মুহাম্মাদ মাইমুন ইসলাম মিঠুনের নেতৃত্বে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য, মুহাম্মাদ নাঈম হাসান। আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার জয়েন সেক্রেটারি ও ইসলামী যুব আন্দোলন নীলফামারী জেলা শাখার সভাপতি, মাওলানা মুহাম্মাদ গোলাম রব্বানী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সহ-সভাপতি, মুহাম্মাদ শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ আব্দুর রাজ্জাক সহ জেলা সদর শহর নেতৃবৃন্দ।