নাসির উদ্দিন শাহ্ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ধার্য্যকৃত মূল্যের উপরে টেম্পারিং করে অতিরিক্ত মূল্যে বসিয়ে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক পরিবেশককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে জেলা সদরের দুহুলী বাজারে মেসার্স আশিক ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রোপাইটার মো. সানুকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহযোগীতায় অভিযানের নেতৃত্বদেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ নীলফামারী দপ্তরের উপ-সহকারী পরিচালক শামসুল আলম। এসময় জেলা কৃষি বিপনন কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের বরাত দিয়ে জেলা কৃষি কর্মকর্তা এরশাদ আলম খান জানান, রূপসা সয়াবিন তেল কোম্পানীর পরিবেশক মো. সানু মিয়া নিজ গোডাউনে প্রতিটি হাফ লিটার সয়াবিন তেলের বোতলের ধার্য্যকৃত বিক্রয় মূল্য টেম্পারিং করে ৮০ টাকার স্থলে ৮৬ টাকা এবং মেয়াদ বাড়িয়ে বিক্রয় করে আসছিলেন।
এছাড়া ৯০০ মিলি তেলের বোতল পাওয়া গেছে যা বাজারজাত আইনত দন্ডনীয়। এমন অভিযোগে তার গোডাউনে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।