নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। সদর উপজেলার কচুকাটা বাজারে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সদর উপজেলার ইটাখোলা চৌধুরী পাড়ার সাঈদ ইসলাম বাচ্চু থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন কচুকাটা বাওনাবাউনি এলাকার হাবিবুর রহমান (৩৫) ও আশরাফুল ইসলাম (৩২) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন।
দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ভুক্তভোগী বাচ্চুর কর্মচারী রিয়াদ ইসলাম অটোচার্জার ভ্যানে বিদ্যুতের বাল্ব বিক্রয় করে নিজ দোকান শিমুলতলীতে ফিরছিল।
এসময় কচুকাটা বাজারের নিকটে আসলে অভিযুক্তরা ভুক্তভোগীর কর্মচারীকে আটক করে লাঠি দিয়ে আঘাত করে। ঘটনার এক পর্যায়ে কর্মচারী রিয়াদের পকেটে থাকা বাল্ব বিক্রির ১২হাজার ৭০০টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।