নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বেলা ১২ টায় জেলা পরিষদ চত্বরে জেলার দুই হাজার ৬৩জনের মাঝে ১০ কেজি চাল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এসময় সকলের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ আপনাদের পাশে দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে জেলা পরিষদের পক্ষ থেকে অনেক মানুষের সাহায্য সহযোগিতা প্রদান করা হয়েছে। আমরা জেলা পরিষদের সেবাকে জনগনের দোড়গড়ায় পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে।’
এসময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রেজাউল করিম, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, শিউলি আক্তার, রোকসানা দীপ্তি, মিজানুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।