আব্দুল মোমিনঃ
নীলফামারীতে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত ডিম গ্যালাক্সি সুইমিং পুলে মহান স্বাধীনতা দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় নীলফামারী জেলায় বালক-বালিকাদের সাত দিন ব্যাপী ৩০ জনকে আবাসিক সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ হয়।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোজাম্মেল হক রাসেল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম গোলাপ, নীলফামারী সরকারি কলেজর সহকারী অধ্যাপক মোঃ নূরুল করিম।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম।গত সপ্তাহ থেকে এই প্রশিক্ষণ শুরু করে আজ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।