নাসির উদ্দিন শাহ্ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
“চেতনায় নারী, বিপ্লবে নারী- গণতন্ত্র ফেরাতে আমরাই পারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নারী দিবস পালন করেছে নীলফামারী জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
মঙ্গলবার (৮ মার্চ) দিনটি উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের নিকটস্থ পৌর মার্কেটের সামনে আলোচনা সভা করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
এতে জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসরিন আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জান জুয়েল, জেলা মহিলা দলের সহ-সভাপতি স্বপ্না আলমগীর, সাংগঠনিক সম্পাদক সিমা পারভীন, জেলা কৃষক দলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্সসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা গণতন্ত্রের জননী বেগম জিয়ার মুক্তি দাবী করেন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান।
এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তারা।