নাসির উদ্দিন শাহ্ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা ছাত্র দল।
নীলফামারী জেলা ছাত্র দলের আয়োজনে রবিবার সকাল ১১টায় নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল শহরের সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম,সাবেক ছাত্র নেতা আব্দুস সালাম বাবলা, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্সসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
এসময় বক্তারা বলেন, যে ভাবে প্রতিনিয়ত দ্রব্য মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আজ সাধারণ মানুষের মাঝে নিরব দূর্ভিক্ষ শুরু হয়েছে। চাল, ডাল, তেল, চিনি ও গ্যাসের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দ্রব্যমুল্য এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পরিশেষে ছাত্রদলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।