deshbanglakhobor24
৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩৮ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

নীলফামারীতে গ্রীন ভয়েস অনুর্ধ্ব-১৪ একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদক
DBkhobor24
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৭:১৫ পূর্বাহ্ণ

নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় অনুর্ধ-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২২ শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বাফুফের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

গ্রীন ভয়েজের প্রধান সমন্বয়কারী মো. আলমগীর কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার এনামুল হক, টুর্ণামেন্ট কমিটির কো-চেয়ারম্যান ডলার আবেদীন, সাধারণ সম্পাদক জালাল হোসেন লাইজু, জিটিভির বার্তা সম্পাদক রাজু আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য দীপক চক্রবর্তী প্রমুখ।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় দিনাজপুরের মানু স্মৃতি ফুটবল একাডেমি ৪—০ গোলে গাইবান্ধার ফুটবল কোচিং একাডেমিকে হারিয়ে জয় পায় এছাড়া বিকেল চারটার অপর খেলায় টাইব্রেকারে কুড়িগ্রামের মেধাবী কল্যান সংস্থা ৪—২ গোলে টাইব্রেকারে ঠাকুরগাঁওয়ের ফুটবল একাডেমিকে হারিয়ে জয় পায়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, রংপুর বিভাগের আটটি দল অংশগ্রহণ করছে। গ্রীন ভয়েসের পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরাম।

সর্বশেষ - সারাদেশ