নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নীলফামারী জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সদরের উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে এই গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিনী লায়লা আরজুমান্দ বানু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান প্রমুখ।
জেলা পরিষদের তথ্য মতে, জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে দুটি গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হবে। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হবে এক লক্ষ ৭১ হাজার টাকা। এই ঘর পাচ্ছে খোকশাবাড়ি ইউনিয়নে মো. আবু বক্কর ছেলে মো. ফারুক ও কুন্দপুকুর ইউনিয়নের সাত্তার আলীর মেয়ে শাহানাজ আক্তার।
এর মধ্যে আজ খোকশাবাড়ীতে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হলো এবং আগামী রবিবার কুন্দপুকুরে করা হবে।