নাসির উদ্দিন শাহ্ মিলন , নীলফামারী।
নীলফামারীতে রেললাইনের ধার থেকে কাগজের কার্টুনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮মার্চ) সকালে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নতুন পুলিশলাইন সংলগ্ন রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক শফিউল ইসলাম জানান, সকালে কার্টুনে মোড়ানো অবস্থায় মৃত নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা নীলফামারী সদর থানায় খবর দেয়। পরে নীলফামারী সদর থানা থেকে আমাদের অবগত করলে ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। রোববার গভীর রাতে কেউ নবজাতকের লাশটি ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নবজাতকটি আজ রাতেই ভূমিষ্ঠ হয়েছে বলে আমাদের ধারণা। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।