স্টাফ রিপোর্টার, নীলফামারী।
নীলফামারীতে রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে রেল লাইনের ধারে কার্টুনে মোড়ানো অবস্থায় একদিনের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল ৬টার দিকে স্থানীয়রা নবজাতকের মরদেহ টি দেখতে পেয়ে পুলিশকে জানায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি কার্টুনে মোড়ানো এই মরদেহটি উদ্ধার করে। এবিষয়ে সদর থানা পুলিশের বলেন সকালে কেউ ফেলে গেছে নবজাতক মরদেহটি।
সৈয়দপুর জিআরপি থানার ওসি শফিউল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন নবজাতকের গলা থেকে মাথা পর্যন্ত অস্বাভাবিক মনে হয়েছে। সে কারনে হয়তো কেউ ফেলে গেছে।ময়না তদন্তের জন্য মরদেহটি নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।