মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে চলতি অটো ভ্যান থেকে পাকা রাস্তায় পড়ে মোরশেদা বেগম নামে এক অসহায় বৃদ্ধা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকে।
শুক্রবার(০৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার নিয়ামতপুর উত্তর বাজার তিন মাথা মোড়(কলেজ রোড) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোরশেদা বেগম উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের মোষকুড়ি গ্রামের বাসিন্দা। জানা যায়, রাস্তায় আঘাতপ্রাপ্ত বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হুমায়ূন কবির ও যুগ্ম আহবায়ক শাহ জামাল তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ সময় মেডিকেল ডাক্তার দেখিয়ে তাকে ওষুধপত্র সহ আর্থিক সহযোগিতা করেন তারা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হুমায়ূন কবির ও যুগ্ম আহবায়ক শাহ জামাল বলেন, অসহায় এক বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় রাস্তাতে পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করাই। এর আগেও অনেক অসহায় নারী পুরুষের পাশে থেকে তাদের আর্থিক সহযোগী করেছি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।