মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
সোমবার( ২১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় স্বাধীনতা যুদ্ধের সৈনিক ও সাবেক কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুভাস কান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা বংসিধর পালসহ ৫০ জন বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের হাতে রজনীগন্ধার ষ্টিক তুলে দেন অতিথিরা। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন,থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডিপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।