মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন,উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদ, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের কেয়ারটেকার ইব্রাহিম খলিল প্রমুখ।