মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর নিয়ামতপুরে তিন দিন ব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ ।
সার্বিকভাবে মেলা পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হাসান মিলন, বীর মুক্তিযোদ্ধা বিমল প্রামানিক, উপজেলা সমবায় অফিসার রুহুল আমিন, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাফিউল ইসলাম প্রমুখ।
মেলায় কৃষকদের ১২টি ষ্টল বসানো হয়েছে। মেলা প্রাঙ্গনের স্টলগুলো প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা পরিদর্শন করেন।