মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২২ মার্চ) সকাল ১০ টায় উপজেলার প্রধান ফটকের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার হযরত আলী, মডেল কেয়ারটেকার খলিল ইব্রাহীমসহ ইসলামিক ফাউন্ডেশন উপজেলার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা।