নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে বেসরকারী সংস্থা আশ্রয় এনসিওর প্রকল্পের উদ্যোগে র্যালী, খেলাধুলা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ)সকাল ১০ টায় লক্ষিডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে খেলাধুলা আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লক্ষিডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও আশ্রয় সিনিয়র এডুকেশন অর্গানাইজার শান্তি হাসদার সঞ্চালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষিডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব শামসুদ্দীন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, আশ্রয় এডুকেশন সাপোর্ট আফাল মাহাত, সদস্য আমেনা, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মোকলেছুর রহমান প্রমুখ।
শেষে বিভিন্ন খেলায় অংশ নেওয়া প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।