মোহাম্মদ জুবাইর চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকার ওসমানিয়া গলিতে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন অবাধে ব্যবহার করায় দুই দোকানিকে নোটিশ দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে ১ হাজার ২শ’ কেজি অবৈধ পলিথিন।
মঙ্গলবার (২২ মার্চ) দিনভর অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস তিনি বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযান পরিচালনা হয়। এ অভিযানে নগরীর চাক্তাই ওসমানিয়া গলি হতে আনুমানিক ১২শ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং দু’টি দোকানকে নোটিশ প্রদান করা হয়।