নারী
লাবণ্য রহমান
নারী তুমি, কেবলি নারী,
কখনো হও কারো স্বপ্নীল হৃদয়ের প্রিয়তমা
কখনোবা আঁধার রাতের প্রেমিকের পূর্ণিমা,
কারো ডায়েরিতে জমা স্মৃতিকথা
অথবা,কারো মানসপটে আঁকা স্বপ্নসখী।
নারী তুমি, কেবলি নারী
কখনো তোমার চারপাশে ঘুরে বেড়ায়
লালায়িত ক্ষুধার্ত শকুনের দল;
যারা অসভ্য দৃষ্টি মেলে চেয়ে দেখে
তোমার দেহের উচ্ছল রূপ-যৌবন।
নারী তুমি, কেবলি নারী
কখনো কিশোরী চোখে স্বপ্নহীন তুমি
নখের আঁচড়ে রক্তাক্ত সারা গা,
কখনোবা যৌতুকের ভারে ক্ষত-বিক্ষত বধূর
অসহায় ক্রন্দনী বেদনা বিধূর মা।
নারী তুমি; কেবলি নারী
কখনো অভিমানের আচ্ছন্নে বিভোর
অব্যক্ত কষ্টমাখা সাধারণ এক গৃহিণী,
অথবা; তুমি বুকভরা আর্তনাদে
জর্জরিত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করা লাশ।