বাবাদের কথা
এইস এম সুফিয়ান আহমেদ সিয়াম
সন্তান তুমি হও যত জ্ঞানী গুণী
বাবার কাছে তুমি সর্বদাই সোনামণি।
বাবারা হউক গরীব কিংবা ধনী
আমরা সবসময়ই বাবাদের কাছে ঋণী।
বাবা সে তো হাজারো চাওয়া
পুরনের শেষ অবলম্বন।
বাবা সে তো দুঃখের সাগরে ডুবেও
দেখা সুখের রাজ্যের স্বপন।
বাবা সে তো আশ্রয়দাতা বটবৃক্ষ
বাবা সে তো শীতল আভার এক কক্ষ।
বাবা সে তো নির্ভরতার মুর্ত প্রতীক
বাবা সে তো তীর হারা নদীতে খুজে পাওয়া দিক।।
বাবা মানে টাকার ব্যাংক
ফুরায় না যা কখনো।
বাবা মানে হাজার ভুলের
পরেও ক্ষমা পাওয়া তখনো।
বাবা মানে নিজে না খেয়েও
সন্তানের আহার যোগানো।
বাবা মানে নিজে ছেড়া ড্রেস পরেও
সন্তানের জন্য নতুন জামা বানানো।
বাবা মানে সাইকেল চালিয়ে
ভাড়ার খরচ বাচানো।
বাবা মানে নিজে কম খেয়ে
টাকা পয়সা যোগানো।
পুরন হউক স্বপ্ন বাবাদের
দেখে যাক সফলতা সন্তানের।
বৃদ্ধাশ্রমে যেন না হয় বাবার আশ্রয়
সন্তানেরা রাখুক তাদের পরম মমতায়।
ভাল থাকুক বাবারা সবাই
বেচে আছেন যারা
জান্নাতি হউক সকল বাবারা
বেচে নেই যারা।