মোঃআজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইল জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে লোহাগড়ার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
ওসি (ডিবি) শিমুল কুমার দাস জেলা গোয়েন্দা শাখা নড়াইলের নেতৃত্বে ১১ মার্চ সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও এসআই (নিঃ) সঞ্জীব ঘোষ, এএসআই শরিফুল, এএসআই বিপ্লব, এবং কনস্টেবল হৃদয়, নাজমুল, রাকিব ও সুব্রত সহ লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে নতুন রেললাইনের উপর থেকে মাদক (ফেন্সিডিল) ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম,(রাকিব) পিতা- মোঃ মোতালেব শেখ, এবং মোঃ হাফিজুর রহমান (প্রিন্স), পিতা- ফজলুর রহমান মোল্লা কে ৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন ডিবি পুলিশের একটা চৌকস টিম।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আসামিদের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। নড়াইল জেলা পুলিশের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে বলে নিশ্চিত করেন।