deshbanglakhobor24
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:২৩ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

নড়াইলে ডিবির জালে গাঁজাসহ এক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ৩, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ

মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার নড়াইল।

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে সোয়া কেজি গাঁজাসহ মোঃ‌ মাইন সরদার (৪৮), নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে নড়াইল পৌরসভার হাতির বাগান বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, মাইন সরদার যশোর জেলার কতোয়ালী থানার নারায়ণ পুর গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ওসি (ডিবি) শিমুল কুমার দাসের তত্ত্বাবধানে এস আই (নিঃ) ফাহাদ হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিমসহ নড়াইল হাতির বাগান বাস ষ্ট্যান্ডে অবস্থান কালে লোহাগড়া গামী একটি বাস থেকে নামার পর মাইনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে পুলিশ হেফাজতে নিয়ে তার দেহ তল্লাশি করাকালে তার শরীরের মাজায় অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো সোয়া কেজি গাঁজাসহ তাকে আটকপূর্বক নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন।

সর্বশেষ - সারাদেশ