আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মঙ্গলবার বেলা ১১ টার দিকে হাফসা খাতুন (৬) নামের এক শিক্ষার্থীর বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী হাফসা খাতুন গাইনপাড়া গ্রামের আব্দুল হালিমের মেয়ে ও বৈলশিং চকবাবন দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মাদ্রাসা ছুটির পর একটি কলা বাগানের ভেতর দিয়ে সে বাড়ি ফিরছিল। ওই বাগানেই বিষধর সাপ তাকে কামড় দেয়। কিন্তু সে তা বুঝে উঠতে পারেনি। বাড়ি ফিরে তার জ্ঞান হারিয়ে যায়।
নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মেয়ে হাফসা খাতুন মাদ্রাসা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ি ফিরে জ্ঞান হারিয়ে ফেলে। এসময় বাম পায়ের আঙুল দিয়ে রক্ত ঝরছিল। সেখানে স্যাভলন দেওয়ার কিছু পর মেয়ে হাফসা নিস্তেজ হয়ে পড়ে।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিংকি সেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।