আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরের নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভীমপুর খামারবাড়ি মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তার উপর আনুমানিক ৪০/৪৫ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে তারা নওহাটা ফাঁড়ি পুলিশকে অবহিত করেন। সংবাদ পাওয়ার সাথে সাথেই ফাঁড়ি পুলিশের ইনচার্জ জিয়াউল হক জিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সত্যতা নিশ্চিত করে নওহাটা ফাঁড়ি ইনচার্জ জিয়াউল হক জিয়া প্রতিবেদককে বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে নিহত ব্যক্তি হয়তোবা মানষিক ভারসাম্যহীন। রাতের কোন এক সময় গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু হতে পারে। এপর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।তিনি বলেন প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।