বক্তৃতা করেন খন্দকার মোশাররফ হোসেন
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। টিসিবির ট্রাকের পেছনে মধ্যবিত্তরাও দাঁড়াচ্ছেন। কিন্তু সারাদিন দাঁড়িয়ে থেকেও পণ্য পাচ্ছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার কোনো সাহস বা সুযোগ এ সরকারের নেই।’
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিকদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। এর কারণ হচ্ছে তাদের পকেট ভর্তি করা। এই যে যারা সিন্ডিকেট করছেন, তারা সবাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতাদের সন্তানরা প্রশাসনের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে সরকার চালাচ্ছেন। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের সিন্ডিকেটের কারণে হচ্ছে।’
ফজলুল হক মোল্লার স্মৃতিচারণ করে মোশাররফ বলেন, ফজলুল হক মোল্লা একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। তিনি সমাজসেবী শিক্ষানুরাগী একজন সাহসী নেতা। তাকে হারিয়ে শ্রমিকদল একজন নেতাকে হারিয়েছে। আমরা একজন নেতাকে হারিয়েছি।’
তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করি। গণতন্ত্র পুনরুদ্ধার করি তাহলেই আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো।’
আয়োজক সংগঠনের সভাপতি জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি দ্রব্যমূল্য সরকার