deshbanglakhobor24
২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৩৩ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

দ্রব্যমূল্য কমায় জনমনে স্বস্তি, বিএনপিতে অস্বস্তি: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ২৯, ২০২২ ৮:২০ অপরাহ্ণ

বক্তৃতা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাজারে দ্রব্যমূল্য কমে গেছে। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। দ্রব্যমূল্যের দাম কমার কারণে জনগণের মধ্যে স্বস্তি ফিরলেও বিএনপিতে অস্বস্তি বেড়েছে।’

তিনি বলেন, ‘স্বল্পমূল্যে পণ্য বিক্রির জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে কার্ড দিয়েছেন। এক কোটি ফ্যামিলি কার্ড মানে সুবিধাভোগীর সংখ্যা পাঁচ কোটি।’

মঙ্গলবার (২৯মার্চ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে বিএনপি সারাদেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিএনপির কাজটাই হচ্ছে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। আপনারা দেখেছেন যখন পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়, তখন বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছিল। ছেলেধরা গুজব ছড়িয়েছিল। এ পদ্মাসেতু করতে পারবে না বলে তারা নানা ধরনের বিভ্রান্ত ছড়িয়েছিল। আজকে পদ্মাসেতু হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষায়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পদ্মাসেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে এপার থেকে ওপারে গেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার জন্য সারাদেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসছে। এতে আগামী নির্বাচনে আমরা আবারও ২০০৮ সালের মতো ধস নামানো বিজয় সুনিশ্চিত করবো।’

তিনি বলেন, ‘পৃথিবীর ১৩০টি দেশ যখন করোনার টিকা দেওয়া শুরু করতে পারেনি, তখন বাংলাদেশে বঙ্গবন্ধুকন্যা টিকা দেওয়া শুরু করলো। করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ তিনি যেভাবে মোকাবিলা করেছেন, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছেন। জাতিসংঘ প্রশংসা করেছেন, বিশ্বনেতারা প্রশংসা করছেন। কিন্তু বিএনপি প্রশংসা না করে উল্টো বিভ্রান্তি ছড়িয়েছেন। তারা এ টিকা না নেওয়ার জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পরে নিজেরাই গোপনে টিকা নিয়েছেন। লজ্জা-শরম ভেঙে কেউ কেউ জনসম্মুখেও টিকা নিয়েছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘সারাদেশে বিএনপিকে খুঁজে পাওয়া যায়না। বিএনপি আছে শুধু টেলিভিশনের পর্দায়। টেলিভিশনের সাংবাদিকরাই মূলত বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন। মাঝেমধ্যে দু-একটি সমাবেশ হয়। সেই সমাবেশে আবার নিজেরা নিজেরা মারামারি করেন।’

তিনি বলেন, ‘তারা (বিএনপি) বাম ভাইদের দিয়ে হরতাল ডাকালো। হরতাল ডেকে ডা. জাফরুল্লাহ সাহেব নিজে সপরিবারে লন্ডন চলে গেলেন। আর বাম ভাইদের হরতালে ঢাকায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম হলো। বাম ভাইদের আমি সম্মান করি, কারণ তারা স্বাধীনতার পক্ষের শক্তি। কিন্তু তারা কেন হরতাল করে জনগণের মধ্যে হাস্যরসের সৃষ্টি করলেন, সেটিই আমার প্রশ্ন।’

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, পৌর মেয়র শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, মুহাম্মদ আলী শাহ, ইদ্রিছ আজগর, পৌর আ’লীগের সভাপতি মাস্টার আসলাম খান প্রমুখ।

তথ্যমন্ত্রী হাছান-মাহমুদ দ্রব্যমূল্য আওয়ামী-লীগ সরকার চট্টগ্রাম

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত