স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রাজশাহীর বাঘায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাঘা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (০৫ মার্চ )বিকেল ৪ টার দিকে
বাঘা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
মিছিলটি বাঘা উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাট থেকে শুরু করে উপজেলা সদর বঙ্গবন্ধু চত্বর হয়ে একই স্থানে এসে সমাবেত হয়। উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলুর সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রেীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনকি সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাজুবাঘা ইউনিয়ন চেয়ারমান ও বিএনপি নেতা আহম্মেদ রঞ্জু, পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসন, পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, উপজলো যুবদলের সাবেক সভাপতি সালেহ আহম্মেদ সালাম, বাঘা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারহানা রুমি, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আকতার শাপলাসহ অঙ্গসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।