জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েকদিন ধরে দেশের দিন ও রাতের তাপমাত্রা কমা-বাড়া মোটামুটি ১ বা শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আগামী দু-তিনদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘এসময়ে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।’
বুধবার (৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও সিলেটে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বাংলাদেশ