সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী, (ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারি পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) উসমান গনির নেতৃত্বে মাদকের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালানো হয়।
১৮ ফেব্রয়ারী বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোহাঃ নেজাম উদ্দিন, এএসআই(নিঃ) আবু সাইদ, এএসআই(নিঃ) মোতালেব হোসেন, সঙ্গীয় ফোর্সসহ তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের পারিশো মৌজাস্থ দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ ফরহাদ বিশ্বাস(২৫), পিতা-মোঃ এমরুল কাশেম, সাং-পারিশো, ২। মোঃ খোকন(৩৩), পিতা-মোঃ সিরাজ মন্ডল, সাং-মালশিরা, উভয় থানা-তানোর তাদের কে ০৯(নয়) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল যার বাজার মূল্য অনুমান ১৮,০০০/-টাকা সহ গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে তানোর থানায় মামলা দায়ের করা হয় মামলা নং-১৭, তারিখ-১৯ ফেব্রয়ারী ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ রুজু করা হয়।
উল্লেখ্য ২নং আসামী খোকনের বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা সহ ০৪(চার)টি মাদকদ্রব্য আইনের মামলায় এজারায় অভিযুক্ত আছে। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
একিদিনে CR-W/A মুলে ০২(দুই) বছরের সাজা প্রাপ্ত আসামী মোঃ মামনুর রশিদ, পিতা-সিরাজুল ইসলাম, সাং-চন্দনকোঠা, থানা-তানোরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে পেরণ করা হয়।
তানোর থানার পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আকতারুজ্জামান, এএসআই আবু সাইদ, এএসআই মোঃ মোতালেব হোসেন, সঙ্গীয় ফোর্সসহ কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামস্থ জনৈক কেরাপ টুডু(৪৫) এর বাড়ীর উত্তর দিকে চৌবাড়িয়া- খড়িবাড়ী গামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে হইতে আসামী ১। মোঃ মশির উদ্দিন মন্ডল(৫৫), পিতা-মৃত তাসের উদ্দিন মন্ডল কে ০৫(পাঁচ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ মূল্য অনুমান ২,৫০০/-টাকা সহ গ্রেফতার করা হয়। যার মামলা নং-১৭ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(ক)রুজু হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন,মাদক মুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছি এবং আগামীতেউ করবো ইনশাআল্লাহ