সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি।
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, (ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারি পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে অভিযান।
এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১২ ই মার্চ গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নেজাম উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ আবু সাইদ এএসআই (নিঃ) মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ তানোর থানার কামারগাঁ ইউপিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ সহ দুই জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,১। তয়েজ উদ্দিন প্রাং (৫৪) পিতা- মৃত বানির প্রাং ২। এমাজ উদ্দিন পিতা মন্টু রহমান উভয় গ্রাম – মালশিরা, কামারগাঁ ইউপি তানোর রাজশাহী।
এ সংক্রান্তে ১২ মার্চ তানোর থানার মামলা করা হয় মামলা নং-১৯ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৪ (ক)/৪১। উক্ত আসামীদ্বয়কে অদ্য ইং ১৩ মার্চ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।