সোহেল রানা, নিজস্ব প্রতিবেদক।
রাজশাহীর তানোর উপজেলায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উদ্বোধন হয়েছে।
তানোর উপজেলা চত্বরে মুক্তি উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন ও জনকল্যানে সেবা প্রদান তুলে ধরতে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা আবাসিক চত্বরে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের ২০টি স্টোল অংশগ্রহণ করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলামসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।