deshbanglakhobor24
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:৫৮ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

তরুণ ও নবীন সাংবাদিক দুলাল হোসেন রিফাত এর ১৯ তম শুভ জন্মদিন আজ

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ১০, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি।

সাংবাদিকতা একটি মহান পেশা, প্রতিটি সাংবাদিক-ই দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তেমনি এ সময়ের একজন সাহসী, নবীন তরুণ সাংবাদিক দুলাল হোসেন রিফাত।

এ সময়ের সাহসী অনলাইন নিউজ পোর্টাল ঊষার আলো বিডি ডট কম , দৈনিক সকলের বার্তা, দেশবাংলা খবর২৪ ডট কম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসাবে কাজ করে যাচ্ছেন। আজ তার ১৯তম জন্মদিন।

যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, সাংবাদিক দুলালের পদচারণা। যে কোন মূল্যেই তিনি অভেদ্য কি ভেদ করে তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল রহস্য।

অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না তার চতুরতা ও একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ,বিলাস, লোভ,মোহ ও ত্যাগের প্রতীক।

সহজ সরল জীবন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না যিনি তিনি আর কেউ নয়, তিনি এ সময়ের প্রিয় প্রতিবাদী, তরুণ ও নবীন সাংবাদিক সকলের আস্থাভাজন দুলাল হোসেন রিফাত ।

তার রয়েছে অবাধ বিচরণ, সৃজনশীল লেখা তাকে স্থান করে দিয়েছে মানুষের মনে মনে। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। আপনি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা আপনাকে, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়।

আজকের এই দিনে এক শুভ ক্ষণে ২০০৩সালের ১০মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামে তার জন্ম,এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হওয়া সেই নবজাতক শিশু। শিশুটি আজকের স্বনামধন্য ও এ সময়ের সাহসী অনলাইন নিউজ পোর্টাল ঊষার আলো বিডি ডট কম , দৈনিক সকলের বার্তা, দেশবাংলা খবর২৪ এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসাবে কাজ করে যাচ্ছেন নিউজ ঊষার আলো ও দৈনিক সকলের বার্তা । এ সময়ের সাংবাদিকতায় ঠাকুরগাঁও জেলার কয়েকজন নাম কামিয়ে নেওয়া সাংবাদিকের মধ্যে অন্যতম, দুলাল হোসেন রিফাত।

সাংবাদিকতার শুরুটা ২০২০সাল থেকে, ছাত্রজীবন থেকেই অনলাইন নিউজ ঊষার আলো ডট কম এ লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন। সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই ভাবতে চান না তিনি। মোঃ দুলাল হোসেন রিফাত নম্র, ভদ্র, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ।তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃজনশীলতা।

প্রকাশভঙ্গী,নম্র ও কোমল আচরণের জন্য তিনি সকলের কাছে সমান সমাদৃত।সবসময় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাওয়ার মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক। অল্প বয়সে এতো কম সময়ে সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন দুলাল হোসেন রিফাত।

সর্বশেষ - সারাদেশ