আরফিনুল ইসলাম, নীলফামারী।
শুক্রবার (১৭ মার্চ) রাত ৮ টায় ডোমার প্রেসক্লাব হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন।
ডোমার প্রেসক্লাব সভাপতি আসলে যেমন চয়ন বলেন, আজ বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে ডোমার প্রেসক্লাব হাতে নিয়েছিল নানা কর্মসূচি। সকালে ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তার আত্মার মাগফেরাতের জন্য করা হয় বিশেষ প্রার্থনা। সন্ধ্যায় আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম, অর্থ সম্পাদক রবিউল হক রতন, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আপেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মানিক, কার্যকরী সদস্য আতিদুল হক বাচ্চু, আরফিনুল ইসলাম প্রমুখ।