সারাদেশের ১০টি জেলা এবং ২০টি উপজেলার মধ্যে নীলফামারীর ডোমারেও ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পাইলট প্রোগ্রামের আওতায় বিশেষ বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হয়েছে।
বৃহস্পতিবার ৩০ মার্চ বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় আয়োজিত বিশেষ পাইলট প্রোগ্রাম বৈকালিক স্বাস্থ্য সেবা অনুষ্ঠানে ভ্যার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ জাহিদ মালেক।
এরই ধারাবাহিকতায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী’র সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবির,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট(গাইনি এন্ড অবস) স্ত্রী রোগ ও প্রসুতি বিশেষজ্ঞ ডাঃ ফারজানা আফরিন, জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিকস সার্জন হাড়-জোড় বিশেষজ্ঞ ডাঃ মোঃ হযরত আলী মিয়া, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডাঃ মৃণাল চন্দ্র মোহন্ত, মেডিকেল অফিসার ডাঃ আইনুল হক, ডাঃ রোকসানা আফরোজ (আবাসিক), ডাঃ নাহিদা তাসনিম, ডাঃ কামরুল হাসান নোবেল, ডাঃ নুর মোহাম্মদ, ডাঃ পারমিতা রায় ও ডাঃ আবদুল্লাহ আল মামুন এমওসিএস সিভিল সার্জন অফিস নীলফামারী প্রমুখ।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল-আমিন রহমানের সঞ্চালনায় উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিড ওয়াইফ, নার্স স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগন বলেন, সারাদেশের ১০টি জেলা এবং ২০টি উপজেলার মধ্যে আমাদের ডোমার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আজ থেকে বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবার কার্যক্রম চালু করা হলো।
উল্লেখ্য যে, সপ্তাহের শনি ও রবিবার বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবায় জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) স্ত্রী রোগ ও প্রসুতি বিশেষজ্ঞ ডাঃ ফারজানা আফরিন রোগী দেখবেন। এবং সরকারি নির্ধারিত ফি ৩শত টাকা দিয়ে।
সোম এবং মঙ্গলবার রোগী দেখবেন জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিকস সার্জন হাড়-জোড় বিশেষজ্ঞ ডাঃ মোঃ হযরত আলী মিয়া সরকারি নির্ধারিত ফি ৩ শত টাকা দিয়ে।
বুধ এবং বৃহস্পতিবার রোগী দেখবেন মেডিকেল অফিসার জেনারেল প্রাকটিশনার গন। সরকারি নির্ধারিত ফি ২ শত টাকা দিয়ে।