তপন দাস, নীলফামারী।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার ১৭-মার্চ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃবেলায়েত হোসেন’র সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে গ্ৰহন করেন বীর মুক্তিযোদ্ধা জানাব মোঃ আফতাব উদ্দিন সরকার ( ডোমর- ডিমলা) নীলফামারী-১ , বীর মুক্তিযোদ্ধা জানাব মোঃ তবিবুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডিমলা, শ্রী নিরেন্দ্র নাথ রায়, ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা, মোঃআনোয়ারুল হক সরকার মিন্টু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা, মোছাঃ আয়েশা সিদ্দিকা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা, মোঃ ইব্রাহীম হোসেন (এসপিও) এ সি সি এফ ব্যাংক লিঃডিমলা শাখা নীলফামারী ।
দিবস সমূহের কর্মসূচির মধ্যে ১৭ মার্চ গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশ্বাসিত এবং বে-সরকারী ভবন/স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন। ১৭ মার্চ সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বশ্বাসিত এবং বে-সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ০৯-টায় উপজেলা বিজয় চত্ত্বরে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এসময় উপজেলার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ( ওসি) মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড’র সাবেক কমান্ডার সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলীও আরো বীরমুক্তিযোদ্ধা সদস্য গণ ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, ডিমলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহবায়ক ।