নুর কাইয়ুম, স্টাফ রিপোর্টারঃ
কোভিড-১৯ মোকাবেলায় নীলফামারীর ডিমলায় দুই সহস্রাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ।
বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার ডাক-বাংলো চত্ত্বরে এসব পরিবারের হাতে ত্রাণ সামগ্রীর তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এসময় জেলা পরিষদের সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু, ফেরদৌস পারভেজ, আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জানান, ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কোভিড-১৯ মোকাবেলায় ২ হাজার ৬৩ পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, উন্নতমানের এক বক্স মাস্ক ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।