জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকা থেকে একটি বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে শকুনটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
তিনি বলেন, ভুল্লীর একটি খামারে জালে আটকা পড়ে শকুনটি। পড়ে স্থানীয়রা সেটি ধরে ঠোঁট বেঁধে রাখে ও পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শকুনটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শকুনটিকে থানা চত্বরের গোল ঘরে রেখে খাবার দেওয়া হয়েছে।
উদ্ধারকৃত শকুনটি ‘হিমালয়ান গ্রীফ’ নামক বিলুপ্ত প্রজাতির শকুন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম মন্ডল।
তিনি বলেন, এই শকুনগুলো হিমালয় এলাকায় বসবাস করে। অন্যত্র যাওয়ার সময় বাংলাদেশের আকাশপথে চলাচল করে এরা। গত বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে বাংলাদেশের উত্তর অঞ্চল থেকে ১৮টি শকুন উদ্ধার হয়েছে। সেগুলো ২ এপ্রিল দিনাজপুর সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত শকুনটি অবমুক্ত করা শকুন গুলোর মধ্যে একটা হতে পারে। উদ্ধারকৃত শকুনটি সুস্থ আছে। কিছুদিন পর্যবেক্ষণে রেখে এটাকে অবমুক্ত করা হবে।
ঠাকুরগাঁও