deshbanglakhobor24
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:২২ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম তালিকায় বিত্তবানদের নাম

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ২৮, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ

মোঃ সোহেল রানা, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে জেলা স্কুল বড়মাঠে টিসিবির পন্য বিতরণকালে অনিয়নের কথা তুলে ধরেন স্থানীয়রা।

পৌর কতৃপক্ষের নির্ধারিত সময় অনুযায়ী টিবিসির পন্য বিতরণ করার কথা থাকলেও তার তিন ঘন্টা পর শুরু হয় পন্য বিতরণ। পন্য বিতরণের সময় দেখা যায় নিম্ন ও মধ্য বিত্তপরিবারকে কার্ডের মাধ্যমে মালামাল প্রদান করার কথা থাকলেও কার্ডে অর্ন্তভুক্ত করা হয় বিত্তবানদের। এতে প্রত্যেক কার্ডধারিকে তেল, ডাল ও চিনি প্রদান করা হয়।

এসময় ইটভাটা মালিক, সরকারি চাকুরিজীবী, দ্বি-তল ভবনের মালিকরা কার্ডের মাধ্যমে এসব পণ্য তুলছেন। গেল ২০ মার্চ থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কার্ডধারিদের টিসিবির পন্য বিতরণ শুরু হয়। তালিকায় অনিয়ম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পন্য বিতরণ পরিদর্শনে এসে সংশ্লিস্টরা তা স্বীকার করে পরবর্তিতে তালিকা থেকে তাদের নাম বাদ দেয়ার কথা জানান।

পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুদাম সরকার জানান, হয়তো কোনভাবে ভুল হয়েছে সে কারনে বিত্তবানরা মালামাল পাচ্ছে। ইচ্ছাকৃত আমরা তা করিনি বলে জানান তিনি।

এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা জানান, অল্প সময়ে তাড়াহুড়ো করতে গিয়ে তাদের নাম তালিকা চলে এসেছে। পরবর্তিতে সেই নামগুলো যাচাই বাছাই করে বাতিল করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত